উবন্টু 10.04 এ বাংলা লিখুন ইউনিজয় কিবোর্ডে।(ইন্টারনেট ছাড়া)

উবন্টু শুধু একটি অপারেটিং সিস্টেমই নয়,এর পেছনের উদ্দেশ্য ও অসাধারন ‘Humanity to others’.

Ubuntu 10.04 ইস্টল করার পর অনেকেই বাংলা লিখাতে সমস্যাবোধ করেন।/:)/:)/:)
তারা ইউনিজয় কিবোর্ড ব্যবহার করে দেখেত পারেন। ইউনিজয় কিবোর্ড একটিভ করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন…

ধাপ-১. Go to System > Preferences > IBus Preferences

ধাপ-২. প্রথেম ‘Input Method’ tab এ click করুন, তারপর ‘Select an input method’. এবার অাপনি বিভিন্ন ভাষার একটি লিস্ট পাবেন।সেখান থেকে Bengali > unijoy (m17n) সিলেক্ট করুন।তারপর ‘Add’ button এ click করে আপনার unijoy keyboard যুক্ত করুন।

ধাপ- ৩. তারপর ‘General’ tab এ click করুন এবং ‘Enable or disable’ ও ‘Next input method’ জন্য Keyboard Shortcuts নির্বাচন করুন . আপনি আপনার ইচ্ছামত Shortcut নির্বাচন করতে পারবেন। ‘show icon on system tray’ এবং ‘show input method name on language bar’ সিলেক্ট করতে ভুলবেন না।

ধাপ-৪. এবার ‘Close’ করে বের হয়ে আসুন।

ভাল ফল পেতে হলে English profile টি remove করে দিন।
এবার বাংলা লিখুন OpenOffice.org Word processor থেকে আপনার browser search box পর্যন্ত সবকিছুতেই।B-)B-)B-)

One response to “উবন্টু 10.04 এ বাংলা লিখুন ইউনিজয় কিবোর্ডে।(ইন্টারনেট ছাড়া)

  1. I have some problem in Ubuntu 10.04. I cant change bangla font.
    How can I cnage bangla font and what kind of bangla I can use to write.

Leave a comment