ubuntu_restricted_extras_10.10_offline_installer

আমার মত অনেকেই আছেন যারা উবুন্টু ব্যবহার করতে চান কিন্তু কিছু কারণে তা সম্ভব হয়ে উঠে না এর মধ্যে অন্যতম হলো ইন্টারনেট connection .উবুন্টু একটি মুক্ত OS হওয়ায় copyright  এর জন্য কিছু software OS এর সাথে দিতে পারে না. এ কারণে উবুন্টু ইনস্টল করার পর এতে কোনো ভিডিও বা অডিও প্লে করা যায় না. কারণ অডিও ও ভিডিও প্লে করার জন্য যে কোডেক এর প্রয়োজন তা উবুন্টু তে থাকে না. এই কোডেক গুলো ইন্টারনেট থেকে download করে নিতে হয় .
তো যাদের বাসায় ইন্টারনেট connection নেই তাদের জন্য তখন উবুন্টু ব্যবহার  করা  অর্থহীন হয়ে যায় . কিন্তু এখন র কোনো সমস্যা নেই . আপনি আপনার বন্ধুর PC বা cybercafe থেকে ubuntu_restricted_extras_10.10_offline_installer .zip ফাইল টি download করলেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে . এতে সকল ধরনের ভিডিও ও অডিও কোডেক দেয়া  আছে.