যারা Social Bookmarking এর কাজ করেন তাদের জন্যে একটি সাইট (সংগ্রহিত)

অনেকে হয়তো আগেই সাইট গুলোর নাম জেনে থাকতে পারেন বা এর আগেও এই সাইট গুলো নিয়ে টিউন হতে পারে, তাই আগেই ক্ষমা চাই! কিন্তু অনেকে আছেন যারা নতুন তারা নাও জানতে পারেন তাই এই টিউনটি নতুনদের জন্যে বরাদ্দ থাকল। যারা SEO, এর সর্ম্পকে একটু-আধটু জানেন তারা হয়তো Social Bookamrking এর গুরুত্ব খুব ভাল করেই জেনে থাকবেন, তাছাড়াও মুলত ফ্রীল্যান্স মার্কেট প্লেস গুলোতে প্রচুর পরিমানে Social Bookamrking, link building পাওয়া যায়, এই কাজ গুলো নতুনদের কাছে সব চাইতে সহজ, এবং কোন ঝামেলা নাই, কিন্তু মাঝে মাঝে বিরক্তিকর হয়ে উঠতে পারে, কারন একই কাজ বার বার করতে কার না বিরক্ত লাগে বলুন, তাই কিছু টুলস বব্যহার করতে পারলে কাজ গুলো একেবারে সহজ হয়ে যাবে, আর সময় খুব কম লাগবে, এ ছাড়াও আপনার নিজের ব্লগের বেশি ভিসিটর পেতে চাইলেও এই কাজের বিকল্প নাই… তাহলে শুরু করা যাক Social Bookmarking.

১। প্রথমেই এই(http://easysocialbookmarking.com/) সাইট টি তে যান

২। ডান পাশের খালি বক্সটি পুরন করুন।(URL, Title, Description, Tags) দিয়ে, ক্লিক করুন Gather info

৩. এর পর সব গুলো Social Bookmarking সাইটে লগিন করুন।

৪। submit now বাটনে ক্লিক করে আপনার লিঙ্ক সাবমিট করুন

অনেক হয়তো বলতে পারেন এতে কি সুবিধা হল, তাদের কে বলি আপনি যদি ১০০ Bookmarking সাইটে আপনার লিঙ্ক পাবলিশ করতে চান তাহলে এরকম ১০০ টি সাইটে গিয়ে আপনাকে একই তথ্য দিয়ে বারবার পূরণ করতে হবে, যা আপনার বিরক্ত চরমে উঠাতে যথেষ্ট সাহায্য করবে, তাহলে বুঝতে পারছেন নিশ্চয় এই সাইট গুলোর বিশেষ মোজেজা আছে।

Leave a comment