Google এর ১০ টি লুকানো রহস্য! (সংগ্রহিত)

Google এর মাধ্যমে আমরা অনেক সাহায্য পেয়ে থাকি। কিন্তু এমন কিছু Google এর সুবিধা আছে যা আমরা সকলে জানি না বলে সেই সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এখানের এই সুবিধা গুলো অনেকে হয়তো জানতে পারেন কিন্তু এমন মানুষও কিন্তু কম নেই যারা এগুলো জানেন না। তাই আসুন জেনে নেই এমন কিছু লুকানো রহস্য যা কারো না কারো কাজে লাগবে।

*প্রধান শহরের আবহাওয়া বার্তা (রহস্য – ১)

বিশ্বের প্রধান প্রধান শহরের আবহাওয়া বার্তা পাওয়া। এজন্য Google এর Search Box এ “Weather” কথাটি লিখে তারপর শহরের নাম লিখতে হবে।

*ইকুয়েশনের উত্তর বের করা (রহস্য – ২)

সহজ থেকে জটিল ইকুয়েশনের উত্তর দিবে Google. যোগ, বিয়োগ, গুন, ভাগ যাই হোক না কেন যত জটিলই হোক না কেন খুব সহজে Google এর মাধ্যমে উত্তর পাওয়া যাবে। এজন্য Google এর Search Box এ শুধু ইকুয়েশন টি লেখলেই হবে। ইকুয়েশন এর জন্য গানিতিক প্রতীক –

+ যোগফলের জন্য

-বিয়োগ করার জন্য

* গুন করার জন্য

/ ভাগ করার জন্য

% ভাগশেষ বের করার জন্য

^ এক্সপোনেন্সিয়াল এর জন্য (X to the power of Y)

বর্গমূল বের করার জন্য sqrt লিখে তার পেছনে সংখ্যাটি লিখতে হবে।

Continue reading