আপনার ব্যক্তিগত ব্লগ আছে অথচ Windows Live Writer সম্পর্কে জানেন না !!

আমাদের অনেকেরই নিজস্ব ব্লগ আছে বা বানাতে চাই । অধিকাংশ ক্ষেএেই আমরা ব্লগ পোষ্ট করার জন্য default writer ব্যবহার করি । আপনি নিজেও অবাক হবেন Windows Live Writer এর বৈশিষ্ট ও সুবিধাগুলো ব্যবহার করে।

Windows Live Writer এর সেসব ফিচার যা হয়তো আপনি কোথাও খুঁজে পাবেন না

এর মাধ্যমে আপনি আপনার ব্লগ পোস্টে Emoticons যুক্ত করে ভিজিটরদের কাছে আপনার আবেগ প্রকাশ করতে পারবেন।

পোস্টের ফন্ট সাইজকে আপনার ইচ্ছামত বড় – ছোট করতে পারবেন।

আমি ব্লগার.কম এর পোস্ট এডিটরে খুঁজে পেয়েছি মাত্র ৭টি ফন্ট। আর আপনি Windows Live Writer এ প্রায় সব ফন্ট ই খুঁজে পাবেন ।

আপনি পোস্টে ইনসার্টকৃত ছবিটিকে ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন ছবির সাইজ পরিবর্তন করে, ছবিটিতে বিভিন্ন ইফেক্টস দিয়ে, Cropping করে।

আপনি প্রত্যেকটি ইনসার্টকৃত ছবিতে স্বয়ক্রিয়ভাবে Watermark যুক্ত করতে পারবেন। যেমন, আমি Watermark হিসেবে আমার ব্লগের এড্রেসটি শুধুমাত্র একবারই সেট করে দিয়েছি, এরপর থেকেই যখনই আমি কোন ছবি ইনসার্ট করি তখন ছবিটির নিচে আমার ব্লগ এড্রেসটি খুবই সুন্দরভাবে ভেসে উঠে।

আপনি এর মাধ্যমে আপনার ব্লগ পোস্টে Table যুক্ত করতে পারবেন।

এর মাধ্যমে আপনি অফলাইনে পোস্ট লিখে পরবর্তীতে পাবলিশ করার জন্য Save ও করে রাখতে পারেন।

আর যে সুবিধাটি আমার কাছে সবচেয়ে বেশি ভাল লেগেছে : আপনি বিভিন্ন প্লাগ-ইনস ব্যবহার করে Windows Live Writer এ নিত্য নতুন অতিরিক্ত সুবিধা ভোগ করতে পারেন। আর এইখানে ক্লিক করলেই আপনার পছন্দনীয় অসংখ্য Plug-in খুঁজে পাবেন। যা ইনস্টল করে Windows Live Writer রিস্টার্ট দিলেই ব্যাস।

অত্যন্ত প্রয়োজনীয় ফিচারগুলোকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এছাড়াও অসংখ্য ফিচার আপনি খুঁজে পাবেন যা হয়তো আমি খুঁজে পাইনি।

Windows Live Writer মাইক্রোসফট এর একটি ফ্রি সফটওয়ার। আর জানেনই তো, মাইক্রোসফট এর ফ্রি সফটওয়ার মানে Online Installer। যা অনলাইনের সাহায্যে ইনস্টল হয়ে থাকে। তারপরও ধন্যবাদ মাইক্রোসফটকে এ ধরণের একটি সফটওয়ারের জন্য যদিও বা Online Installer হয়। ডাউনলোড করুন এখান থেকে http://explore.live.com/windows-live-writer

Offline Installer: Windows Live Writer 2011 15.4.3538.0513: Free Download Size: 200mb