কিভাবে লিনাক্সে ফক্সিট রিডার ইন্সটল করবেন ।

এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালে কিভাবে উবুন্টু লিনাক্সে Foxit পিডিএফ রিডার সংস্করণ 1.1  ডাউনলোড, ইনস্টল এবং ব্যবহার করবেন তা দেখানো হবে । এই টিউটোরিয়ালে, আমি আমার অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স  mint 10  ব্যবহার করেছি এবং এটি ভালোই কাজ করছে । Foxit Reader একটা ফ্রী পিডিএফ রিডার যা সহজ এবং অ্যাডোবি রিডারের চেয়ে দ্রুত । Foxit Reader 1.1 ইনস্টল ও ব্যবহার করার জন্য প্রথমে  আপনাকে এই লিংক থেকে tar.bz2 প্যাকেজ ডাউনলোড করে নিতে হবে ।তারপর আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে ডাউনলোড ফাইলটি আনজিপ করুন ।

foxitreader

ফাইলটি আনজিপ করার পর ,1.1-রিলিজ নামে একটি ফোল্ডার তৈরি হবে । ফোল্ডারটি খুলুন এবং FoxitReader  এর উপর ডবল ক্লিক করুন ৷ FoxitReader ওপেন হবে । ব্যাস, হয়ে গেলো ইনস্টলেসন । এবার যখন খুশি ব্যবহার করুন Foxit Reader।