কিভাবে Google এর সকল service এর backup নেবেন ।

আমরা কমবেশী সবাই google এর বিভিন্ন service ব্যবহার করে থাকি যেমন : Gmail, Picasa, Adsence, Google+ ইতাদি । বিভিন্ন কারনে আপনি আপনার একাউন্টের উপর নিয়ন্তন হারিয়ে ফেলতে পারেন যেমন: হ্যাক হলে অথবা যে কোন কারনে google ও আপনার একাউন্ট বন্ধ করে দিতে পারে । সেক্ষেএে আপনি আপনার মুল্যবান contacts, images, messages ইত্যাদি হারিয়ে ফেলবেন । এই টিকস্ টির সাহায্যে আপনি খুব সহজেই google এর যে কোন service এর backup রাখতে পারবেন ।

  • Google (gmail) account এ login করুন ।
  • Account (profile picture) এ click করুন । তারপর Account setting

  • Left window pane থেকে Data Liberation select করুন ।

  • আপনি যদি সকল service এর data save করতে চান তাহলে Download your data তে click করুন এবং নিচের ধাপগুলো অনুসরন করুন ।

  • আপনি চাইলে কোন নির্দিষ্ট একটি service এর data backup নিতে চান তাহলে শুধু ঐ service টি select করুন ।

Leave a comment