কিভাবে Google Search result কে কয়েকগুন কার্যকরী ভাবে প্রদর্শন করবেন ।

অধিকাংশ মানুষ যে কোন কিছু খোজার জন্য Google ব্যবহার করে । কিন্তু অধিকাংশক্ষেএে কাঙ্খিত result পেতে অনেক সময় লাগে বা পাওয়া যায় না । এজন্য সম্পূর্ণরুপে আমরাই দায়ী । কারন আমরা Google এর ক্ষমতাকে সম্পূর্ণ কাজে লাগাতে পারছিনা বলেই এই অবস্থা ।

নিচের কয়েকটি টিপস্ ব্যবহার করে Google Search result কে কয়েকগুন কার্যকরী ভাবে প্রদর্শন করতে পারি ।

link:url

এটি একটি নিদিষ্ট সাইটের সাথে লিংক্ করা সকল সাইটের একটি লিষ্ট দেখাবে ।

Example:

link:www.download.com

এটি www.download.com সাথে লিংক্ করা সকল সাইটের একটি লিষ্ট দেখাবে ।

related:url

এর সাহায্যে আপনার দেওয়া url এর মত বা এর সাথে সম্পৃক্ত সাইটগুলো দেখতে পাবেন ।

site:domain

এটি আপনার দেওয়া query domain এর সকল পেজ দেখাবে ।

allinurl:search term

এটি শুধু মাএ ঐ সকল সাইট দেখাবে যাদের url এ আপনার search term হুবহু আছে ।

Inurl:search term

এটি allinurl এর মতই শুধু পার্থক্য হলো এটি search term এর প্রথম অংশ url এ search করে এবং পরের অংশগুলো page এ search করে ।

allintitle:search term

এটি শুধু মাএ ঐ সকল সাইট দেখাবে যাদের website tittle এ আপনার search term হুবহু আছে ।

Intitle:search term

এটি search term এর প্রথম অংশ tittle এ search করে এবং পরের অংশগুলো page এ search করে ।

spell:search term

এটি search term এ কোন spelling mistakes আছে কিনা তা খোজ করে এবং থাকলে তা automatically correct words দ্বারা পরিবর্তন করে দেয় ।

filetype:extension  search term

এটি একটি অতন্ত্য গুরুত্তপূর্ন querie । এটি শুধু মাএ ঐ সকল সাইট দেখাবে যেগুলোতে আপনার দেয়া extension type এর document থাকবে এবং আপনার search term ও থাকবে ।

Example:

Filetype:doc mother

এটি আপনাকে সকল doc files দেখাবে যেগুলোতে mother word টি ব্যবহার করা হয়েছে । এটি সাধারনত (pdf) এবং presentations(ppt or pptx) ফাইল খুজতে অতন্ত্য কার্যকরী ।

phone:number

এটি search করা number এর  phone number ও address দেখাবে ।

Leave a comment