How to confirm all Facebook friends at a time

Facebook হলো বর্তমান বিশ্বে friend তৈরীর সবচেয়ে শক্তিশালী মাধ্যম । বিভিন্ন কারনে আমরা facebook এ নতুন friend তৈরী করে থাকি । যেমন, শুধু মজা করার জন্য, বিভিন্ন game এর জন্য অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে ও অনেকে friend তৈরী করে থাকে ।

যে কারণেই হোক না কেনো মাঝে মাঝে আমারা অনেক friend তৈরী করে থাকি । অনেক friend তৈরীর মূল সমস্যা হলো প্রতিটি friend কে আলাদা আলাদা ভাবে confirm করা । আমাকে ও বিভিন্ন কারনে facebook এ কয়েকটি একাউন্ট করতে হয়েছে, তাই আমি কষ্টটা হাড়ে হাড়ে টের পেয়েছি । আপনাদের ও যাতে এই কষ্ট করতে না হয়, তাই আজ আমি আপনাদের সাথে ছোট্ট কিন্তু অত্যন্ত কার্যকরী একটি টিপস শেয়ার করবো । আশা করি এটি আপনাদের কাজে আসবে ।

এজন্য, প্রথমে facebook এ login করুন । তারপর find friend এ যান । এবার আপনার Browser এর address bar এ নিচের code টি কপি করে enter দিন । দেখুন কিভাবে অটোমেটিকভাবে ঐ পেজের সকল request একসাথে confirm হয়ে যাবে । আপনার pending request যদি বেশি হয়ে থাকে তাহলে code টি বারবার ব্যবহার করতে পারেন ।

javascript:for( i = 1;i<document.getElementsByName("actions[accept]").length;i++){document.getElementsByName("actions[accept]")[i].click();}void(0);

আপনাদের সকলকে ধন্যবাদ ।