যারা Social Bookmarking এর কাজ করেন তাদের জন্যে একটি সাইট (সংগ্রহিত)

অনেকে হয়তো আগেই সাইট গুলোর নাম জেনে থাকতে পারেন বা এর আগেও এই সাইট গুলো নিয়ে টিউন হতে পারে, তাই আগেই ক্ষমা চাই! কিন্তু অনেকে আছেন যারা নতুন তারা নাও জানতে পারেন তাই এই টিউনটি নতুনদের জন্যে বরাদ্দ থাকল। যারা SEO, এর সর্ম্পকে একটু-আধটু জানেন তারা হয়তো Social Bookamrking এর গুরুত্ব খুব ভাল করেই জেনে থাকবেন, তাছাড়াও মুলত ফ্রীল্যান্স মার্কেট প্লেস গুলোতে প্রচুর পরিমানে Social Bookamrking, link building পাওয়া যায়, এই কাজ গুলো নতুনদের কাছে সব চাইতে সহজ, এবং কোন ঝামেলা নাই, কিন্তু মাঝে মাঝে বিরক্তিকর হয়ে উঠতে পারে, কারন একই কাজ বার বার করতে কার না বিরক্ত লাগে বলুন, তাই কিছু টুলস বব্যহার করতে পারলে কাজ গুলো একেবারে সহজ হয়ে যাবে, আর সময় খুব কম লাগবে, এ ছাড়াও আপনার নিজের ব্লগের বেশি ভিসিটর পেতে চাইলেও এই কাজের বিকল্প নাই… তাহলে শুরু করা যাক Social Bookmarking.

১। প্রথমেই এই(http://easysocialbookmarking.com/) সাইট টি তে যান

২। ডান পাশের খালি বক্সটি পুরন করুন।(URL, Title, Description, Tags) দিয়ে, ক্লিক করুন Gather info

৩. এর পর সব গুলো Social Bookmarking সাইটে লগিন করুন।

৪। submit now বাটনে ক্লিক করে আপনার লিঙ্ক সাবমিট করুন

অনেক হয়তো বলতে পারেন এতে কি সুবিধা হল, তাদের কে বলি আপনি যদি ১০০ Bookmarking সাইটে আপনার লিঙ্ক পাবলিশ করতে চান তাহলে এরকম ১০০ টি সাইটে গিয়ে আপনাকে একই তথ্য দিয়ে বারবার পূরণ করতে হবে, যা আপনার বিরক্ত চরমে উঠাতে যথেষ্ট সাহায্য করবে, তাহলে বুঝতে পারছেন নিশ্চয় এই সাইট গুলোর বিশেষ মোজেজা আছে।

ফায়ারফক্সের সবচেয়ে প্রয়োজনীয় ১২টি এক্সটেনশন (সংগ্রহিত)

ফায়ারফক্স নিসন্দেহে সর্বাধিক জনপ্রিয় ও কাস্টোমাইজেবল ব্রাউজার। ফায়ারফক্সের পারফরমেন্স আরো বহুগুন বৃদ্ধি করা যায় নীচের এই এক্সটেনশেনগুলো ব্যবহার করলে।

১. যাবতীয় ইমেজ ব্লক করার জন্য ImgLikeOpera.
২. ফ্ল্যাশ ব্লক করার জন্য FlashBlock
৩. পপআপ এ্যাড, ব্যানার ইত্যাদি ব্লক করার জন্য Adblock Plus
৪. ওয়েবপেজ থেকে এম্বেডেড মুভি, এমপিথ্রি, ফ্ল্যাশ ইত্যাদি ডাউনলোড করার জন্য Download Embedded
৫. VideoDownloader ব্যবহার করে Youtube, Google, Metacafe এর মতোন সাইটগুলো থেকে ভিডিও ডাউনলোড করা যায়।
৬. ওয়েবসাইট থেকে একসাথে সব ইমেজ ডাউনলোড করার জন্য DownThemAll
৭. ফায়ারফক্সের পারফরমেন্স বৃদ্ধি করে Fasterfox
৮. ডাউনলোড ম্যানেজারের কাজ করে FlashGot
৯. যেসব ওয়েবসাইট ফায়ারফক্সে ভাল দেখা যায় না অথচ ইন্টারনেট এক্সপ্লোরারে দেখা যায় (যেমন : প্রথম আলো) সেসব ওয়েবসাইট ফায়ারফক্সেই দেখার জন্য IE Tab। এটি ইন্টারনেট এক্সপ্লোরারকে ফায়ারফক্সের ট্যাব হিসেবে ব্যবহার করে।
১০. NewsFox ব্যবহার করা হয় RSS/Atom ফিড পড়ার জন্য।
১১. বিভিন্ন ওয়েবসাইটের ইনপুট ফিল্ডে রেজিস্ট্রেশন বা প্রবেশের সময় যেসব লেখা প্রতিদিনই টাইপ করতে হয় তা একটা মাউস ক্লিকের মাধ্যমে করা যায় InFormEnter দিয়ে
১২. নতুন পেজ ওপেন না করে লিংকই থেকে সরাসরি পেজটি দেখার জন্য Cooliris Previews

আরো কিছু এক্সটেনশন
১. ওয়েবপেজের কোন ইংরেজী শব্দের সমার্থক অর্থ জানার জন্য রয়েছে Answers এ্যাড-অন। মাউস শব্দটির ওপর রেখে alt+click করলেই ট্রানস্লেশন পাওয়া যায়, শব্দটি সিলেক্ট করা লাগে না
২. যে কোন টেক্সট মাউস দিয়ে select করা মাত্র কপি করা যায় AutoCopy এক্সটেনশনটি ব্যবহার করে। তারপর সেই টেক্সট সার্চ-বক্সে পেস্ট করতে পারেন, অথবা সিলেক্টকৃত টেক্সট কোন URL হলে সরাসরি নতুন tab এ URL টি open করতে পারেন।

মুল রচনা