Google এর ১০ টি লুকানো রহস্য! (সংগ্রহিত)

Google এর মাধ্যমে আমরা অনেক সাহায্য পেয়ে থাকি। কিন্তু এমন কিছু Google এর সুবিধা আছে যা আমরা সকলে জানি না বলে সেই সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এখানের এই সুবিধা গুলো অনেকে হয়তো জানতে পারেন কিন্তু এমন মানুষও কিন্তু কম নেই যারা এগুলো জানেন না। তাই আসুন জেনে নেই এমন কিছু লুকানো রহস্য যা কারো না কারো কাজে লাগবে।

*প্রধান শহরের আবহাওয়া বার্তা (রহস্য – ১)

বিশ্বের প্রধান প্রধান শহরের আবহাওয়া বার্তা পাওয়া। এজন্য Google এর Search Box এ “Weather” কথাটি লিখে তারপর শহরের নাম লিখতে হবে।

*ইকুয়েশনের উত্তর বের করা (রহস্য – ২)

সহজ থেকে জটিল ইকুয়েশনের উত্তর দিবে Google. যোগ, বিয়োগ, গুন, ভাগ যাই হোক না কেন যত জটিলই হোক না কেন খুব সহজে Google এর মাধ্যমে উত্তর পাওয়া যাবে। এজন্য Google এর Search Box এ শুধু ইকুয়েশন টি লেখলেই হবে। ইকুয়েশন এর জন্য গানিতিক প্রতীক –

+ যোগফলের জন্য

-বিয়োগ করার জন্য

* গুন করার জন্য

/ ভাগ করার জন্য

% ভাগশেষ বের করার জন্য

^ এক্সপোনেন্সিয়াল এর জন্য (X to the power of Y)

বর্গমূল বের করার জন্য sqrt লিখে তার পেছনে সংখ্যাটি লিখতে হবে।

Continue reading

কিভাবে Facebook Home থেকে Advertise Remove করবেন

Facebook এর জনপ্রিয়তা যত বাড়ছে সাখে সাথে বিড়ম্বনা ও ততটা্ই বাড়ছে । সবচেয়ে বিরক্তিকর হলো, facebook এ আমার homepage আসতে পারে না ঠিক মত তার আগেই advertise লোড হয়ে বসে আছে । তাই আমি এমন একটা কিছু খুজছিলাম যা facebook এর homepage থেকে advertise remove করে দেবে । খুজতে খুজতে অবশেষে পেয়ে গেলাম Facebook: Cleaner এবং এটি ভালোই কাজ করছে ।
এর জন্য Greasemonkey addon install করতে হবে (কিভাবে install করবেন জানা না থাকলে এই পোষ্টটি দেখতে পারেন )। তারপর firefox restart করুন এবং এই script টি install করুন ।
Facebook: Cleaner
এবার facebook থেকে logout করে আবার login করুন । দেখুন আপনার facebook home থেকে সকল অনাকাক্ষিত অ্যাড গায়েব হয়ে গেছে ।

কিভাবে firefox sidebar এ facebook chat আনবেন ।

আমরা কে না facebook এ chat করতে পছন্দ করি । কিন্তু facebook এর নতুন chat window আমার একদমই পছন্দ না । এমন যদি হতো যে আমরা facebook থেকে বের হয়ে যাবো কিন্তু facebook এর online friend দের সাথে chat করতে পারবো । যদি আপনি firefox ব্যবহার করে থাকেন তাহলে আপনি খুব সহযেই একা করতে পারেন । নিচের ধাপগুলো অনুসরন করুন,

Continue reading

Facebook এ আপনার কোন ফ্রেন্ড আপনাকে ফ্রেন্ডলিস্ট থেকে remove করেছে কিনা বের করুন একনিমিষেই

FB তে আপনার কোন ফ্রেন্ড আপনাকে ফ্রেন্ডলিস্ট থেকে বের করেছে, ফ্রেন্ডরিকুয়েস্ট ইগ্নোর করেছে অথবা আপনার Pending friend request সব বের করুন বের করে ফেলুন একনিমিষেই । এর জন্য আপনাকে Unfriend finder install করতে হবে ।
এটি Mozilla Firefox, Google Chrome, Opera, এবং Safari সহ প্রায় সব জনপ্রিয় web browser সাপোর্ট করে ।এটি install করার
ধাপগুলো হলো,
১।আমি Firefox ব্যবহার করি তাই firefox এ কিভাবে install করবেন তা দেখাচ্ছি অন্য browser গুলোতে ও প্রায় একইভাবে install করতে পারবেন । এর জন্য প্রথমে আপনাকে Greasemonkey addon টি install করতে হবে । Greasemonkey install করার পর firefox restart করুন ।

এবার open থাকা সকল facebook tab close করে দিন । এবার  আপনাকে  Unfriend finder  ডাউনলোড করতে হবে ।

অন্য browser হলে  ডাউনলোড করার আগে এই page এ গিয়ে আপনার browser  Chrome / Safari / Opera।Choose করুন এবং instruction ফলো করুন

২। install করার পর facebook লগ আউট করে আবার লগ ইন করুন।
৩।আপনার প্রোফাইল এর পাশে Unfriends নামের নতুন ট্যাব যোগ হয়ে যাবে । এবার Unfriends ট্যাব এ click করলেই সাথে সাথে জানতে পারবের কে কে
আপনার ফ্রেন্ড req এখনো accept করেনাই, কে আপনাকে Ignore করল অথবা কে আপনাকে friendlist থেকে remove করেছে ।

How to confirm all Facebook friends at a time

Facebook হলো বর্তমান বিশ্বে friend তৈরীর সবচেয়ে শক্তিশালী মাধ্যম । বিভিন্ন কারনে আমরা facebook এ নতুন friend তৈরী করে থাকি । যেমন, শুধু মজা করার জন্য, বিভিন্ন game এর জন্য অথবা ব্যবসায়িক উদ্দেশ্যে ও অনেকে friend তৈরী করে থাকে ।

যে কারণেই হোক না কেনো মাঝে মাঝে আমারা অনেক friend তৈরী করে থাকি । অনেক friend তৈরীর মূল সমস্যা হলো প্রতিটি friend কে আলাদা আলাদা ভাবে confirm করা । আমাকে ও বিভিন্ন কারনে facebook এ কয়েকটি একাউন্ট করতে হয়েছে, তাই আমি কষ্টটা হাড়ে হাড়ে টের পেয়েছি । আপনাদের ও যাতে এই কষ্ট করতে না হয়, তাই আজ আমি আপনাদের সাথে ছোট্ট কিন্তু অত্যন্ত কার্যকরী একটি টিপস শেয়ার করবো । আশা করি এটি আপনাদের কাজে আসবে ।

এজন্য, প্রথমে facebook এ login করুন । তারপর find friend এ যান । এবার আপনার Browser এর address bar এ নিচের code টি কপি করে enter দিন । দেখুন কিভাবে অটোমেটিকভাবে ঐ পেজের সকল request একসাথে confirm হয়ে যাবে । আপনার pending request যদি বেশি হয়ে থাকে তাহলে code টি বারবার ব্যবহার করতে পারেন ।

javascript:for( i = 1;i<document.getElementsByName("actions[accept]").length;i++){document.getElementsByName("actions[accept]")[i].click();}void(0);

আপনাদের সকলকে ধন্যবাদ ।

কিভাবে লিনাক্সে ফক্সিট রিডার ইন্সটল করবেন ।

এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালে কিভাবে উবুন্টু লিনাক্সে Foxit পিডিএফ রিডার সংস্করণ 1.1  ডাউনলোড, ইনস্টল এবং ব্যবহার করবেন তা দেখানো হবে । এই টিউটোরিয়ালে, আমি আমার অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স  mint 10  ব্যবহার করেছি এবং এটি ভালোই কাজ করছে । Foxit Reader একটা ফ্রী পিডিএফ রিডার যা সহজ এবং অ্যাডোবি রিডারের চেয়ে দ্রুত । Foxit Reader 1.1 ইনস্টল ও ব্যবহার করার জন্য প্রথমে  আপনাকে এই লিংক থেকে tar.bz2 প্যাকেজ ডাউনলোড করে নিতে হবে ।তারপর আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে ডাউনলোড ফাইলটি আনজিপ করুন ।

foxitreader

ফাইলটি আনজিপ করার পর ,1.1-রিলিজ নামে একটি ফোল্ডার তৈরি হবে । ফোল্ডারটি খুলুন এবং FoxitReader  এর উপর ডবল ক্লিক করুন ৷ FoxitReader ওপেন হবে । ব্যাস, হয়ে গেলো ইনস্টলেসন । এবার যখন খুশি ব্যবহার করুন Foxit Reader।