Facebook এ আপনার কোন ফ্রেন্ড আপনাকে ফ্রেন্ডলিস্ট থেকে remove করেছে কিনা বের করুন একনিমিষেই

FB তে আপনার কোন ফ্রেন্ড আপনাকে ফ্রেন্ডলিস্ট থেকে বের করেছে, ফ্রেন্ডরিকুয়েস্ট ইগ্নোর করেছে অথবা আপনার Pending friend request সব বের করুন বের করে ফেলুন একনিমিষেই । এর জন্য আপনাকে Unfriend finder install করতে হবে ।
এটি Mozilla Firefox, Google Chrome, Opera, এবং Safari সহ প্রায় সব জনপ্রিয় web browser সাপোর্ট করে ।এটি install করার
ধাপগুলো হলো,
১।আমি Firefox ব্যবহার করি তাই firefox এ কিভাবে install করবেন তা দেখাচ্ছি অন্য browser গুলোতে ও প্রায় একইভাবে install করতে পারবেন । এর জন্য প্রথমে আপনাকে Greasemonkey addon টি install করতে হবে । Greasemonkey install করার পর firefox restart করুন ।

এবার open থাকা সকল facebook tab close করে দিন । এবার  আপনাকে  Unfriend finder  ডাউনলোড করতে হবে ।

অন্য browser হলে  ডাউনলোড করার আগে এই page এ গিয়ে আপনার browser  Chrome / Safari / Opera।Choose করুন এবং instruction ফলো করুন

২। install করার পর facebook লগ আউট করে আবার লগ ইন করুন।
৩।আপনার প্রোফাইল এর পাশে Unfriends নামের নতুন ট্যাব যোগ হয়ে যাবে । এবার Unfriends ট্যাব এ click করলেই সাথে সাথে জানতে পারবের কে কে
আপনার ফ্রেন্ড req এখনো accept করেনাই, কে আপনাকে Ignore করল অথবা কে আপনাকে friendlist থেকে remove করেছে ।

Leave a comment